Site icon Jamuna Television

মাদক ও জুয়ার টাকা জোগাতে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই অতঃপর বিক্রি

মাদক ও অনলাইন জুয়ার টাকার জন্য অটোরিকশা চালক রবিউলকে গলা কেটে হত্যা ও অটো ছিনতাই করে আসামিরা। এরপর মাত্র ৩০ হাজার টাকায় আটোরিক্সা বিক্রি করে দেয় তারা।

বুধবার (৩ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পিবিআই পুলিশের এসপি এসব তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৭ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত ছিলো তিনজন। এদের মধ্যে একজন পলাতক।

এই পুলিশ কর্মকর্তা বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের ২৯ অক্টোবর হত্যার উদ্দেশে রবিউলের অটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে আসামিরা। পরে নির্জন স্থানে চাপাতি দিয়ে তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। রবিউলকে আসামিরা আগে থেকেই চিনতো বলেও জানায় পুলিশ। হত্যার পর ছিনতাই হওয়ার অটোরিকশার সন্ধানে পিবিআই কাজ শুরু করে।

/এমএইচ

Exit mobile version