Site icon Jamuna Television

নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা, আহত ১২

নাটোর ও পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোঁড়া হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর হাতের কব্জি। আহত হন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ নেতাকর্মী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, পটুয়াখালীতে জেলা বিএনপি’র সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়, যুবদলের মিছিলে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের স্বনির্ভর সড়কে প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জেলা বিএনপি’র পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিলো যুবদলের নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় যুব ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আহত হয় বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version