Site icon Jamuna Television

দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয়: রিজভী

দুর্নীতিবাজ যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর এসব বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্নীতির মদদদাতা স্বয়ং প্রধানমন্ত্রী ও তার সরকার। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

বেনজীর-আজিজসহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানিয়ে রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার আবারও গুম কালচার শুরু করেছে। অনতিবিলম্বে গুম সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে জেলা পর্যায়ে পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড করেত হামলা করা হয়েছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরোধীদল দমন করাই সরকারের উদ্দেশ্য বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version