Site icon Jamuna Television

সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহমা জাতের ছয়টি গরু উদ্ধার

ছবি- সংগৃহীত।

সাদিক অ্যাগ্রোর আমদানি করা ব্রাহমা জাতের ৬টি গরু উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। বুধবার (৩ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন কাঠের পুলের ১৬ নম্বর রোডে অভিযান চালিয়ে এ গরুগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, ভুয়া তথ্যের মাধ্যমে ২০২১ সালে এসব গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। তথ্য গোপন করে ব্রাহমা জাতের এ গরুগুলোকে আমদানি করা হয় ফ্রিজিয়ান গরু বলে। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণিসম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। অবৈধ প্রভাব খাটিয়ে সেই গরু আবারও এনে বিক্রি করে সাদিক অ্যাগ্রো।

এসব অভিযোগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায়।

অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পাওয়া যায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।

/এমএইচ

Exit mobile version