Site icon Jamuna Television

ভোলায় ‌পা‌নিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি।

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরের পা‌নিতে ডুবে হা‌লিমা বেগম (৭) ও হা‌বিবা বেগম (৫) নামে দুই আপন বোনের মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার ভেলু‌মিয়া ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়ার্ডের নয়ারচর গ্রামের মো. স‌ফিক মাতাব্বরের মেয়ে। বুধবার (৩ জুলাই) দুপুর পৌনে ২ টার দি‌কে এ ঘটনা ঘটে।

নিহতদের চাচা মো. ম‌হিউ‌দ্দিন মাতাব্বর জানান, দুপু‌রের দিকে হা‌লিমা মাদরাসা থেকে বা‌ড়িতে এসে বসতঘরের সামনের পুকুরে গোসল করতে যায়। ওই সময় হা‌বিবাও বড় বোনের পিছন পিছন গোসল করতে যায়। বৃ‌ষ্টির পা‌নিতে পুকুর‌টি সম্পূর্ণ ভরা ছিলো। তাই গোসল করতে গিয়ে হয়তো তারা ঘাট থেকে পুকুরের পা‌নিতে পড়ে যায়।

তিনি আরও বলেন, র্দীঘ সময় দুই বোন ফি‌রে না এলে তাদের খোঁজাখু‌জি করা হয় এবং একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভাসতে দে‌খা যায়। পরে দুই বোনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নি‌য়ে গেলে চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. ম‌নির হোসেন মিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

/এএস

Exit mobile version