Site icon Jamuna Television

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রাম কলেজে আবারও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কলেজে পরীক্ষা চলাকালে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়। আজ সোমবার এই ঘটনা ঘটে।

হামলার শিকার প্রসেনজিত বড়ুয়া এবং তার পক্ষের নেতাকর্মীদের অভিযোগ, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত ও বিতর্কিত কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ তার সহযোগীদের নিয়ে এ হামলা চালান। দেশীয় অস্ত্রের আঘাতে প্রসেনজিত বড়ুয়ার মাথা ফেটে যায়। হামলার খবর পেয়ে অপর গ্রুপও ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরীক্ষা বন্ধ হবার আশংকায় চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এসময় যমুনা টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপার্সনকে এ ঘটনার সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে বাধা দেন সুভাষ মল্লিক সবুজ।

Exit mobile version