Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে এক কেন্দ্রে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙ্গামাটি করেসপনডেন্ট:

বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের আগামীকাল বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৩ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসককে দেয়া এক চিঠিতে এ তথ্য জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। চিঠিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃহস্পতিবারের ইংরেজি ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন সিলেট ব্যতীত দেশের সব বিভাগে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। ৯ জুলাই থেকে পূর্বের সময়সূচি অনুযায়ী এই বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/আরএইচ

Exit mobile version