Site icon Jamuna Television

জানা গেল ভারত-পাকিস্তানের পরবর্তী ম্যাচের তারিখ

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের সাত মাস আগেই জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান কবে মাঠে নামছে। আইসিসির একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচটি বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ভারতের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও অনুমোদন দেয়নি। 

ইতোমধ্যেই ১৫ ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া জমা দিয়েছে পিসিবি। সাতটি খেলা লাহোরে, তিনটি করাচিতে আর পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, আর গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সব অংশগ্রহণকারী দেশ আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি তাদের সমর্থন জানিয়েছে। 

উল্লেখ্য, রাজনৈতিক বৈরি সম্পর্কে প্রায় ১ যুগ বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্ট ছাড়া তাদের মুখোমুখি হতে দেখা যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে বিসিসিআই ভারত সরকারের সঙ্গে আলোচনার পরই অবস্থান চূড়ান্ত করবে।

/এমএইচআর

Exit mobile version