Site icon Jamuna Television

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে আফজাল হোসেন নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন (২৬) পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আয়ুব আলীর ছেলে। তিনি সেনাবাহিনীর সৈনিক পদে বান্দরবন জেলা সদরে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, আফজাল ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। দুপুরে নিজের ঘরে ফ্যান চালু করতে সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, অসাবধনতাবশত আফজাল বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

/আরএইচ

Exit mobile version