Site icon Jamuna Television

নাটোরে অর্ধশতাধিক সাপ পিটিয়ে মারলো এলাকাবাসী

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি বাড়িতে ৫০ টির বেশি সাপ পাওয়া গেছে। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার শিকার পাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘরে থেকে সাপগুলোকে বের করে আনা হয়। এ সময় সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা।

কৃষক আব্দুল মতিন জানান, বুধবার সকালে ঘরের দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান তিনি। এরপর মারতে গেলে সাপটি গর্তের ভেতরে লুকিয়ে পরে। পরে কয়েকজন প্রতিবেশীদের নিয়ে মাটি খুঁড়ে চারটি বড় গোখড়া সাপসহ অর্ধশতাধিক সাপের বাচ্চা পাওয়া যায়। এ সময় আতঙ্কে স্থানীয়রা সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, একসাথে এতগুলো সাপ দেখা যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে পরিবশেকর্মীরা বলছেন, সাপগুলোকে না মেরে পরিবেশকর্মী, বন বিভাগ বা প্রশাসনকে খবর দেয়া দরকার ছিল। তাছাড়া সাপগুলোকে পিটিয়ে মারা ঠিক হয়নি। বনবিভাগকে খবর দিলে তারা সাপগুলোকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিত।

/আরএইচ

Exit mobile version