Site icon Jamuna Television

ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

ছবি: সংগৃহীত

গ্রুপপর্ব এবং শেষ ষোলোর পর উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এখন কোয়ার্টার ফাইনালের পালা। নকআউট পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

ফেবারিট হিসেবে কক্ষপথেই রয়েছে স্বাগতিক জার্মানি এবং তারুণ্যে ঠাঁসা স্পেন। তবে কোয়ার্টার ফাইনালে তাদের মধ্যে কোনো এক দলকে হতাশায় পুড়তে হবে। কারণ কোয়ার্টার ফাইনালেই যে দেখা হয়ে যাচ্ছে স্পেন এবং জার্মানির। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় মুখোমুখি হবে তারা।

একই দিন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর পর্তুগাল। শেষ ষোলোয় স্লোভেনিয়াকে হারাতেই ঘাম ছুটে যায় ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের। সেই ইউরো ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার শেষ আটে সামনে পাচ্ছে তারা।

গ্রুপপর্বে নিষ্প্রাণ খেলায় সমর্থকদের হতাশ করেছে ফ্রান্স, শেষ ষোলোয় বেলজিয়ামকে হারাতে খুব বেগ হতে হয়েছে ফরাসিদের। তবে কোয়ার্টার ফাইনালে পর্তুগিজদের হারিয়ে ২০১৬ ফাইনালের ‘প্রতিশোধ’ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল।

আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় হারের মুখ থেকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। এই ধাপে গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে দেয় সুইসরা।

শনিবার শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে ওঠে ডাচরা, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

৫ জুলাই, স্পেন-জার্মানি, রাত ১০টা

৬ জুলাই, পর্তুগাল-ফ্রান্স, রাত ১টা

৬ জুলাই, ইংল্যান্ড-সুইজারল্যান্ড, রাত ১০টা

৭ জুলাই, নেদারল্যান্ডস-তুরস্ক, রাত ১টা

/আরআইএম

Exit mobile version