Site icon Jamuna Television

যুক্তরাজ্যে আজ ভোট, লড়াইয়ে ৯ নারীসহ ৩৪ বাংলাদেশি

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ। বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় আর বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ভোটাভুটি। যা শেষ হবে রাত ১০টায়।

জানা গেছে, পার্লামেন্টের সাড়ে ৬শ’ আসনের বিপরীতে এ নির্বাচনে লড়বেন সাড়ে ৪ হাজারের বেশি প্রার্থী। কনজারভেটিভ, লেবার, লিবারেল ডেমোক্রেটিক পার্টিসহ অংশ নিয়েছে ছোটবড় প্রায় ১০০ রাজনৈতিক দল। লড়াইয়ে আছেন ৯ নারীসহ ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থীও।

এরপর ৫ জুলাই এ নির্বাচনের ফল ঘোষণা হবে। সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী।

এদিকে গতকাল বুধবার ছিলো নির্বাচনী প্রচারণার শেষদিন। এদিন প্রার্থীরা ব্যস্ত ছিলেন প্রচারণায়।

প্রসঙ্গত, এবারের ব্রিটিশ নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার মতো ইস্যুগুলো। গত মে মাসে, হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। জরিপ বলছে, ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি।

/এমএইচ

Exit mobile version