Site icon Jamuna Television

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি।

রংপুর করেসপনডেন্ট:

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) জেলার মিঠাপুকুরের শাল্টি গোপালপুরের ধাপ উদয় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে রান্নার জন্য বাদশা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বাড়ির পাশে সবজি তুলতে যায়। এ সময় তিনি সেপটিক ট্যাংকে পড়ে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় তার পুত্র ইদামিয়া। তখন ছেলেটিও সেপটিক ট্যাংকে পড়ে যায়।

এ দৃশ্য দেখে প্রতিবেশী ইবলুল মিয়া তাদের বাঁচাতে গেলে তিনিও সেপটিক ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ট্যাংকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের মরদেহ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

/এমএইচ

Exit mobile version