Site icon Jamuna Television

ইকুয়েডরের বিপক্ষে এখনও মেসির খেলা অনিশ্চিত: স্কালোনি

ছবি: সংগৃহীত

দক্ষিণ আ,এরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ডান পায়ের মাংস পেশিতে চোট পান আর্জেন্টিনা দলের অধিনায়ক ও প্রাণভোমরা মেসি। এ জন্য পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দেয়া হয়। বিশ্রামের পর অনুশীলনে ফিরলেও কোয়ার্টার-ফাইনালে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, ইকুয়েডরের বিপক্ষে এখনও অধিনায়কের খেলা অনিশ্চিত।

শুক্রবার (৫ জুন) টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে মেসির চোট পরিস্থিতি সম্পর্কে জানান এক ম‍্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ডাগআউটে ফেরা আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমি তার সঙ্গে আলাপ করিনি। কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলবো, কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই কাছে মনে হয় সে (মেসি) সময় নিবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।

তিনি আরও যোগ করেন, ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলবো, আর তারপরেই সিদ্ধান্ত নেবো। আগামীকাল কী করবো সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি।

স্কালোনি বলেন, আমরা চেষ্টা করবো তাকে খেলানোর, যদি খেলতে না পারে তাহলে দলের জন‍্য সেরাটা বের করার চেষ্টা করবো। আজ তার সাথে কথা বলবো। আমার মনে হয়, এটা ন‍্যায‍্য যে সে তার সময় নিক এবং যতটা পারে অনুশীলন করুক।

দুই নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানো হবে কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে কোচ স্কালোনিকে। এমন সম্ভাবনাও ফিরিয়ে দেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ। স্কালোনি বলেন, অবশ্যই এটা হতে পারে। এই প্রতিপক্ষের (ইকুয়েডর) বিরুদ্ধে তারা এর আগেই দু’জনে মিলে খেলেছে। আজকের ট্রেনিং সেশন শেষে আমরা এই নিয়ে সিদ্ধান্ত নেবো। এই সম্ভাবনা আমরা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করেছে আর এটাও আমাদের হাতে থাকা একটি বিকল্প।

/আরআইএম

Exit mobile version