Site icon Jamuna Television

তফসিল-ইভিএমসহ ইসিতে বেশ কিছু প্রস্তাবনা জাতীয় ঐক্যফ্রন্টের

বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের সাথে চলা সংলাপ শেষে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া বা মন্তব্য না জেনে, ভোটের তফসিল না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল কমিশনারদের সাথে দেখা করে এ অনুরোধ জানায়।

পরে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার জন্য এখনো অনেক সময় আছে। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই যেন দিনক্ষণ ঠিক করা হয়, সে বিষয়ে ইসিকে অনুরোধ করা হয়েছে। ইসি বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে বলেও জানান তিনি।

রব জানান, কমিশনের সাথে নির্বাচনে ইভিএম ব্যবহার ও সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও আলোচনা করেছেন তারা। তবে ইভিএম ব্যবহার ও সেনাবাহনী মোতায়েনের বিষয়ে ইসি হ্যাঁ-না কিছু বলেনি।

নির্বাচন কমিশন সচিব জানান, ৭ তারিখের সংলাপের দিকে নজর রাখবে ইসি। তবে তফসিল পেছানোর ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

Exit mobile version