Site icon Jamuna Television

বিসিবির কোচ হলেন বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে।

রাজিন সালেহ অবশ্য দায়িত্ব নিয়েছেন তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে রাজশাহীতে কাজ করছেন রাজিন। এরপর দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন সাবেক এই ব্যাটার।

আর বাকি দু’জনকে নিয়োগ দেয়া হয়েছে আগামী ৩ বছরের জন্য। এ সময় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতন ধরা হয়েছে তুষার ইমরান ও তারেক আজিজের। তারাও দু’জনেই এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এর বাইরে মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিসিবির সঙ্গে তিন মাসের চুক্তি নিয়ে রাজিন বলেন, বিসিবি চেয়েছিল লম্বা সময়ের জন্য। কিন্তু সিলেটে আমার পরিবার আছে, আমি প্রিমিয়ার লিগেও কাজ করতে চাই। তবে আমি বছরের একটা নির্দিষ্ট সময় বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।

দেশের হয়ে রাজিন ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। সাবেক পেসার তারেক আজিজ খেলেছেন ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে। অন্যদিকে তুষার ইমরান দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে। আর নাদিফ খেলেছেন ৩টি টি-টোয়েন্টি।

/আরআইএম

Exit mobile version