Site icon Jamuna Television

আসামে ভয়াবহ বন্যা, পানিবন্দি ২৭ জেলার ১৬ লাখেরও বেশি মানুষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে ভয়াবহ বন্যায় বুধবার আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ জনে । রাজ্যটির ৩৫টি জেলার মধ্যে ২৭টি জেলাই বন্যা কবলিত। পানিবন্দি হয়ে পড়েছেন ১৬ লাখ ২৫ হাজার মানুষ। খবর, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় অনেক জেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা বিভিন্ন স্থান থেকে অন্তত ৮ হাজার ৩৭৭ জনকে উদ্ধার করেছেন। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় আসামের ৪২ হাজার ৪৭৬ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন লাখ ৮৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। বাঁধ, সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতির মুখে পড়ে

রাজ্যটিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে হোজাই, জরহাট, কামরূপ, কামরূপ মহানগর, পূর্ব কার্বি অ্যাঙলং, পশ্চিম কার্বি অ্যাঙলং, করিমগঞ্জ, লাখিমপুর, মাজুলি, মরিগাঁও, ন্যাগাঁও, নলবাড়ি, শিবসাগর, সোনিতপুর, বারপেটা, বিশ্বনাথ, কাচার, চারাইদেও, চিরাং, দারাং, ধেমাজি, ধুবরি, ধিব্রুগড়, গোয়ালপাড়া, গোলাঘাট, হাইলাকান্দি ও তিনসুকিয়া। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ধুবরি জেলা। সেখানে দুই লাখ ২৩ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছেন। এরপরই আছে দারাং ও রাখিমপুর। এ দুই জেলায় যথাক্রমে ১ লাখ ৮৪ হাজার ও ১ লাখ ৬৬ হাজার বাসিন্দা বন্যাকবলিত হয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের কাজিরঙ্গা জাতীয় পার্ক। সেখানে অন্তত ১৭টি বন্যপ্রার্থী মারা গেছে। ৭২টি পশুকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের ১৮১টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। আবহাওয়া আধিদফতর জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টিপাত।

/এমএইচআর

Exit mobile version