Site icon Jamuna Television

পরীক্ষায় নকল করার দায়ে ২ ছাত্র বহিষ্কার

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকল করার দায়ে ২ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, আজ সোমবার জেলার কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্র থেকে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ছাত্র আরিফ সরদার (১৪) ও খাশের হাট সৈয়দ আবুল হোসেন কলেজ কেন্দ্র থেকে বাশগাড়ী বাটামাড়া স্কুলের ছাত্র ইয়াকুব আলীকে (১৪) পরীক্ষায় নকল করার অপরাধে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা বহিষ্কার করেন।

এ সময় বহিষ্কারকৃত আরিফ সরদারকে কালকিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন।

কালকিনি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে দুই ছাত্রকে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে। নকল রোধে আমরা প্রয়োজনে আরো কঠোর শাস্তির ব্যবস্থা নেবো।

Exit mobile version