Site icon Jamuna Television

সাভার থেকে নিখোঁজ মাদরাসা ছাত্র, খুঁজছে পরিবার

ঢাকার সাভারের দক্ষিণ রাজাসনের মুন্সি বাড়ির মোড় এলাকার আনওয়ারুল উলুম মাদরাসার একজন ছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম মো. সিয়াম। তার বাবার নাম. ওমর ফারুক ও মায়ের নাম স্বপ্না বেগম। গত ৩০ জুন সন্ধ্যায় মাদরাসা থেকে নিখোঁজ হয় সে।

সিয়ামের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে। তবে সভারের রাজাসন এলাকায় তাদের বাসা আছে।

মাদরাসার প্রিন্সিপাল শাহেদ জহরী তানবির বলেন, সিয়ামের বয়স অনুমানিক ১৪ বছর। সে সেখানে হাফেজি পড়ছিল। সাভারে তাদের বাড়ি মাদরাসার পাশে। সে ঈদের ছুটি শেষে ৩০ জুন মাদরাসায় আসে। বাসা থেকে আসার সময় তার মন খারাপ ছিল। সন্ধ্যার পর সেখান থেকে সে নিখোঁজ হয়। এর পর থেকে মাদ্রাসা ও পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে পাওয়া যায়নি।

সিয়ামের পরিবার জানায়, তারা নিখোঁজের পর থেকে অনেক খুঁজেও পায়নি। কেউ সিয়ামের দেখা পেলে নিম্নলিখিত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিয়ামের বাবার ফোন নাম্বার: ০১৯৩৫২৭৯৬৪৩
মাদরাসার পিন্সিপালের ফোন নম্বর: ০১৮১৫৪১৩৪৩২

/এটিএম

Exit mobile version