Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় মা নিহত, গুরুতর আহত শিশুসন্তান

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপের ধাক্কায় হোসেনে আরা নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশুসন্তান আশিক হোসেন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের বাইতুস সাইফ দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে শিশু আশিককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার হোসেনে আরা বেগম তার সন্তানকে নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি পিকআপ তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হোসনে আরার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শিশুটির হাত ও পা ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

Exit mobile version