Site icon Jamuna Television

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। লেবার পার্টির প্রধান কেইর স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) নিজের নির্বাচনী আসনে দেয়া এক ভাষণে তিনি বলেন, শান্তিপুর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

কনজারভেটিভ পার্টির এই নেতা আরও বলেন, নির্বাচনে লেবার পার্টি জিতেছে। আমি স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।

ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ব্রিটিশ জনগণ আমাদের বিরুদ্ধে নির্মম এক রায় দিয়েছে। আমার দলের পরিশ্রমী ও সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি। তবে, এই ফল থেকে তাদের দলের অনেক কিছু শেখার রয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version