Site icon Jamuna Television

বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় রেল যেতে দেয়া হবে না: ইসলামী আন্দোলন

বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় রেল যেতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। আজ শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রঙ্গণে এক সমাবেশে এমন হুঁশিয়ার দেন দলটির নেতারা।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ভারত সরকারের সাথে ১৩টি সমঝোতা স্মারকের প্রতিটিতেই দেশর স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই সরকার ভারতের কাছে দেশ তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই চুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে শঙ্কা প্রকাশ করেন দলটির নেতা। সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল পদক্ষিণ করে।

/এমএন

Exit mobile version