Site icon Jamuna Television

১৮০ কেজি পনির চুরির দায়ে জার্মানিতে পুলিশ সদস্যকে চাকরিচ্যুত

দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি ট্রাক থেকে ১৮০ কেজি ‘চেডার চিজ’ পনির চুরি করায় চাকরিচ্যুত করা হয়েছে এক জার্মান পুলিশকে। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আদালতে আপিল করেছিলেন ওই পুলিশ সদস্য। কিন্তু গত মঙ্গলবার দেশটির রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের প্রশাসনিক আদালত তার আপিল খারিজ করে দেন।    

আদালত থেকে বলা হয়েছে, অভিযুক্ত সেই অফিসার পুলিশের একটি মিনিবাস নিয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকটির কাছে যান। এরপর ট্রাকের কাছে থাকা উদ্ধারকারী এক কোম্পানির কর্মীকে ট্রাক থেকে নয়টি ২০ কেজি ওজনের চ্যাদা পনিরের প্যাকেট তার গাড়িতে তুলে দিতে বলেন। এই পনিরের মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

/এআই

Exit mobile version