Site icon Jamuna Television

বিমানের টিকিট না পাওয়ায় নারী ফুটবল দলের ভুটান সফর স্থগিত

ফাইল ছবি

ফ্লাইট জটিলতায় বাংলাদেশ নারী ফুটবল দলের ভুটান সফর স্থগিত করেছে বাফুফে। বিমানে পর্যাপ্ত টিকিট না পাওয়ায় ও ফিরতি টিকিট জোগাড় করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ফেডারেশন।

ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিফার সূচিতে থাকা ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১১ ও ১৪ জুলাই।

বাফুফে সূত্র জানিয়েছে, এই সফরে ৩১টি বিমানের টিকিট প্রয়োজন থাকলেও যাওয়ার ফ্লাইটে পর্যাপ্ত টিকিট মেলেনি। সফর শেষে সময়মতো ফেরার টিকিটও পায়নি বাফুফে। তাই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

তবে ভুটান ফুটবল ফেডারেশন চেষ্টা করছে বিকল্প একটি দল যোগ করতে। আরেকটি দল পাওয়া গেলে, পরবর্তীতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে ভুটান।

/এনকে

Exit mobile version