Site icon Jamuna Television

ছোবল দেয়ায় সাপকেই কামড়ে মারলেন তরুণ

এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহারে! রাজ্যটির নাভাদা এলাকার বাসিন্দা সন্তোষ লোহার। সারা দিন রেললাইন বসানোর কাজ শেষে তিনি যখন তার বেস ক্যাম্পে ঘুমিয়ে ছিলেন, তখনই সাপের ছোবলের শিকার হন। এরপর রেগেমেগে তিনিও কামড়ে দেন সাপটিকে, তাও আবার একবার নয়; দুবার। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাপটি ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে, ৩৫ বছর বয়সী সন্তোষ লোহারকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। দ্রুত চিকিৎসার পর এখন সুস্থ আছেন তিনি বলে জানায় হিন্দুস্তান টাইমস।

ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যায়। দেশটিতে আনুমানিক ৩ থেকে ৪ মিলিয়ন সাপের মধ্যে ৯০ শতাংশ সাপই প্রধানত “বিগ ফোর” গ্রুপের। এদের মধ্যে রয়েছে সাধারণ ক্রেট, ভারতীয় কোবরা, রাসেলস ভাইপার এবং স্কেলড ভাইপার।

/এআই

Exit mobile version