Site icon Jamuna Television

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা দেশের ভালো চায় না: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা বাংলাদেশের ভালো চায় না। তারা এই দেশের স্বাধীনতা বিরোধী।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ঢাকা-ম্যানচেস্টারসহ আরও ৬-৭টি রুটে বিমান লস করছে। এসব রুট হয় লাভজনক করা হবে অথবা বন্ধ করার কথা ভাবা হবে। এছাড়া, রাজশাহী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে বৈচিত্র্যময় রসনাসম্ভার, আমের মেলা, ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান।

/এএস

Exit mobile version