Site icon Jamuna Television

শাহজালাল বিমান বন্দরে ফ্লাইট থেকে ৪ কেজি ৬৫২ গ্রাম স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে চারকেজি ৬৫২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

সোমবার সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা বিজি ৮৯ ফ্লাইটের সিট নং ২৫/এ থেকে ৪০টি স্বর্ণবার উদ্ধার করে তারা। আটককৃত স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ২,৩২,৬০,০০০ (‌দুই কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার) টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক সহিদুল ইসলাম জানান, আটককৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫২ গ্রাম। গোপন সংবাদের মাধ্যমে বিমান বন্দর শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি ৮৯ বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে, তার সঠিক তথ্য না পাওয়ার কারণে শুল্ক গোয়েন্দা দল বোর্ডিব্রীজসহ গ্রীন চ্যানেলে অবস্থান গ্রহণ করে। পরে বিমান তল্লাশি করে স্বর্ণবার গুলো উদ্ধার করা হয়।

Exit mobile version