Site icon Jamuna Television

ফের অস্থির চালের বাজার

আবারও অস্থির হয়ে উঠছে চালের মোকাম। যোগান বাড়লেও দামের ঊধ্বর্মূখী প্রবণতার লাগাম টানা যায়নি। ঈদের পর মান ও দোকানভেদে কেজিতে ২ থেকে ৩ টাকা দাম বেড়েছে।

প্রতি কেজি নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭২ টাকায়। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ৫৮ টাকায় বিক্রি হচ্ছে বিআর ২৮। দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

দাম বাড়ানোর যৌক্তিক বাখ্যা না থাকলেও পরস্পরকে দুষছেন দোকানদার-পাইকাররা। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠছে সিন্ডিকেট। আর রাজধানীর আড়তদারদের অভিযোগ, মিল গেটেই দাম বাড়ানো হচ্ছে। পরিবহন ও উৎপাদন খরচ বাড়ার প্রভাব পড়েছে খুচরা দোকানে।

যদিও দাম বৃদ্ধির বিষয়ে পাইকার ও আড়তদারদের অভিযোগ মানছেন না মিলাররা। তারা বলছেন, বাজার এখন স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। এরইমধ্যে আভাস মিলছে, বাজারে ধানের যোগান বাড়লে চালের দাম কমবে।

/এমএন

Exit mobile version