Site icon Jamuna Television

সমাবেশ থেকে ঐক্যফ্রন্ট পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে: মির্জা ফখরুল

আগামীকালের জনসভা থেকে ঐক্যফ্রন্ট পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে আগামী ৭ তারিখ সকালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সাথে সংলাপের বিষয় নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল অভিযোগ করেন সংলাপের পরও সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর রংপুরে হামলার তীব্র নিন্দা জানান। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

Exit mobile version