Site icon Jamuna Television

বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

ছবি- সংগৃহীত

মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শনিবার (৬ জুলাই) তাকে সমাহিত হরা হয়।

এর আগে, শেষবারের মতো জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে আনা হয় দেশে সেরা এই দাবাড়ুকে। সেখানে প্রথম জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন জিয়া। উপস্থিত ক্রীড়াঙ্গণের প্রতিনিধিরা স্মৃতিচারণ করেন তার অবদান নিয়ে। জিয়াউর রহমানের আকস্মিক চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন তারা।

শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়াউর রহমান। খেলা চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়েন জিয়াউর। এরপর তাকে সেখান থেকে নেয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াকে।

হাসপাতালে জিয়াউরের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলাদেশের ক্রীড়াজগতে।

/এনকে

Exit mobile version