Site icon Jamuna Television

অবশেষে ধরা পড়লো ধর্ষণ মামলার মূল আসামি পিস্তল বাবু

বাউফল করেসপনডেন্ট:

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর পটুয়াখালীর বাউফলের আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৬ জুলাই) রাতে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা টিভির নিউজ তাদের অনুপ্রেরণা দিয়েছে। ভবিষ্যতেও যমুনা ভালো নিউজ করে কাজে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করেন তিনি।

রোববার (৭ জুলাই) আলোচিত গণধর্ষণ মামলার মূল আসামি পিস্তল বাবুকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি৷

আরও পড়ুন: সংঘবদ্ধ ধর্ষণের ২০ দিন পরও ধরা ছোঁয়ার বাইরে ‘পিস্তল বাবু’

উল্লেখ্য, গত ১২ জুন বগা ইউনিয়নের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে ৩ জনের নামে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হলেও দীর্ঘ তিন সপ্তাহ ধরা ছোয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত বলেও জানা গেছে।

/এএস

Exit mobile version