Site icon Jamuna Television

সবজি ক্ষেতে করেছিলেন গাঁজা চাষ, গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিনব কৌশলে বেগুন খেতের মাঝে গাঁজা চাষ করার অপরাধে আশির উদ্দীন (৩৮) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আশির উদ্দীনের বাড়ি ইউনিয়নের ভবীদপুর গ্রামে।

জানা যায়, আশির উদ্দীন দীর্ঘ দিন ধরে বাড়ির পাশে বেগুন ক্ষেতের মাঝে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাঁজার গাছ রোপন করে দীর্ঘদিন যাবত পরিচর্যা করে আসছিল। শনিবার তার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি সেই গাছসহ তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

উল্লেখ্য, হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে সেই গাঁজা চাষীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

/এমএইচআর

Exit mobile version