Site icon Jamuna Television

ব্রাজিলের ব্যর্থতার কারণ জানালেন দানিলো

বারবার ব্যর্থ ব্রাজিল। এই ব্যর্থতায় বাধা হিসেবে নতুন আগমন ‘কোয়ার্টার ফাইনাল’। বেশিরভাগ টুর্নামেন্টের শেষ আটে গিয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে লাতিন ফুটবলের এই অন্যতম পরাশক্তিকে। কিছুতেই কাটছে না তাদের শিরোপা খরা। সর্বশেষ ২০০২ সালে ফিফা বিশ্বকাপ জয়ের পর আর ফাইনালের দেখা পায়নি তারা। সময়ের সাথে কোপা আমেরিকাতেও সেলেসাওদের সেই দৈন্যতা ফুটে উঠেছে। এবার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে দরিভাল জুনিয়র শিষ্যরা।

সেলেসাওদের এমন হতাশাজনক হার মেনে নিতে পারছেন না ভক্তরা। টাইব্রেকারে হারলেও ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে, ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর লুফে নিতে পারেনি কোপায় ৯ বারের চ্যাম্পিয়নরা। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানে শেষ হাসি উরুগুয়ের।

ম্যাচ হারের পর ব্রাজিল তারকা দানিলো বলেন, আমরা একজন খেলোয়াড় কম খেলার সুবিধা নিতে পারিনি। আমাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল দুটি সুযোগের ক্ষেত্রে। আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টি। পেনাল্টিতেও প্রায় সবই ঠিকঠাক ছিল। কিন্তু উরগুয়ে তরুণ হলেও তারা তাদের দক্ষতা দেখিয়েছে।

দানিলো আরও বলেন, আমি আশা করবো, সমর্থকরা যেন ধৈর্য ধরে। এটা সত্যি যে, ব্রাজিল দীর্ঘদিন ট্রফি জিতছে না। কিন্তু এই তরুণ দলটার প্রতি আস্থা রাখা উচিত। আমি আমার কথা বলছি না। আমি জানি না কতদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবো। এই প্রতিভাবান খেলোয়াড়দের উপর সবার ভরসা করা উচিত।

উল্লেখ্য, গত এক দশকে ২০১৯ কোপা আমেরিকা ছাড়া তেমন কোনো সাফল্য নেই সেলেসাওদের। ২০০৬ বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটা আসরের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সবশেষ কনফেডারেশন কাপেও পরিবর্তন হয়নি সেই গল্প।

/এমএইচআর

Exit mobile version