Site icon Jamuna Television

আসামে শিক্ষার্থী শ্রেণিকক্ষেই হত্যা করলো শিক্ষককে  

ভারতের আসামে শ্রেণিকক্ষেই শিক্ষককে হত্যা করেছে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী। দেশটির শিবসাগর জেলায় শনিবার (৬ জুলাই) ঘটেছে এই ঘটনা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় খারাপ ফলাফল আসায় ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে তিরস্কার করেছিলেন ৫৫ বছর বয়সী রসায়নের শিক্ষক রাজেশ বড়ুয়া।

ব্যক্তিগত মালিকানাধীন স্কুলটির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজেশ। সেইসঙ্গে পড়াতেন রসায়ন। রসায়নে খারাপ ফল করার জন্য ওই শিক্ষার্থীকে গতকাল বকা দেন রাজেশ এবং স্কুলে তার মা-বাবাকে নিয়ে আসতে বলেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানায়, অভিযুক্ত সাধারণ পোশাকে শ্রেণিকক্ষে প্রবেশ করে। রাজেশ স্যার তাকে চলে যেতে বলে। এসময় কথা না শুনলে তার উপর চিৎকার করে রাজেশ স্যার।

এই শিক্ষার্থী আরও জানায়, অভিযুক্ত সেইসময় ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে এবং কোপাতে থাকে। আমরা জানতাম না সে ছুরি নিয়ে এসেছে। তখন রাজেশ স্যার মেঝেতে লুটিয়ে পড়ে এবং রক্তের বন্যা বয়ে যায়। এরপর দ্রুত রাজেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই মারা যায় রাজেশ।

/এআই

Exit mobile version