Site icon Jamuna Television

আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন

আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। টাইম জোন অনুসারে, বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টার মধ্যে। সে হিসেবে, দীর্ঘ ১২ ঘণ্টা হবে ভোটাভুটি।

নির্বাচন কমিশন জানিয়েছে, এরইমাঝে রেকর্ড ৩ কোটি ১০ লাখ মার্কিনী আগাম ভোট দিয়েছেন। যা, গেলো বারের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় অনেক বেশি। এবারের ভোটে বর্ণবিদ্বেষ ও সরকারের কঠোর অভিবাসন নীতিমালাই গুরুত্ব পাচ্ছে। নির্বাচনের ঠিক আগ-মুহূর্তে এসব ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের সব প্রচারণা-বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কড়া সাইবার নিরাপত্তা দেয়া হলেও, মধ্যবর্তী নির্বাচনে রুশ হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ- হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ আসনের সবগুলো এবং উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের ৩৫টি’তে হবে ভোট।

এছাড়া, ৩৯ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গর্ভনর নির্বাচিত করবেন ভোটাররা। ৭ নভেম্বর সকাল থেকে ফলপ্রকাশ শুরু।

Exit mobile version