Site icon Jamuna Television

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর আগের কঠোর পদক্ষেপ পুনর্বহাল রেখেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। সোমবার থেকে কার্যকর হয় সিদ্ধান্তটি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ১২ দফা শর্তপূরণ করলেই কেবল ইরানের সাথে স্বাভাবিক সম্পর্কে ফিরবে যুক্তরাষ্ট্র। যার অন্যতম, পুরোপুরি পরমাণু কর্মসূচি বন্ধ করা। আর না মানলে অব্যাহত চাপ বৃদ্ধির হুমকি দিয়েছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার আওতায়, দেশটির ৫০টি ব্যাংক আর সাবসিডিয়ারি, শিপিং খাতে ২শ’র বেশি ব্যক্তি আর নৌযানের ওপর পড়ছে খড়গ। এছাড়া ‘ইরান এয়ার আর’র ৬৫টির বেশি বিমানের ওপর নিষেধাজ্ঞা বসবে।

এদিকে, মার্কিন সিদ্ধান্ত কার্যকরের পরই যুদ্ধ পরিস্থিতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল বিক্রির প্রত্যয় জানিয়েছেন তিনি।

Exit mobile version