Site icon Jamuna Television

বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে কঠিন প্রতিযোগিতা হচ্ছে: বিমানমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশে বিমান বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবারই প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তবে তিনি জানান, বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে-এর সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী এক দুই মাসের মধ্যেই বিমান কেনার কেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১০টি বিমান কিনতে চায় সরকার। তবে আপাতত ৪টি কেনা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রয় সংক্রান্ত নিয়মকানুন অনুযায়ী বোয়িং বা এয়ারবাস কেনাকাটা হবে। সরকার নতুন বিমান কিনতে চায়। এয়ার বাসও ভালো অফার দিয়েছে। মাকিন রাষ্ট্রদূতও বোয়িং কেনার ব্যাপারে তাগাদা দিয়েছে। বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি তা যাচাই করে সুপারিশ করবে।

এ সময় পিটার হাস বলেন, আমেরিকার বড় অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগসহ তাদের পণ্য বিক্রি করতে চায়। যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উন্নয়ন করতে চায়। তবে বোয়িং কেনার প্রস্তাবের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

/এনকে

Exit mobile version