Site icon Jamuna Television

ব্যর্থতা মেনে নিলেন ব্রাজিল কোচ

ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল যে উল্টো পথে হাঁটছে তার উজ্জ্বল প্রমাণ চলমান কোপা আমেরিকা। সর্বশেষ আসরের রানার্স আপ হয়েছিল সেলেসাওরা। আগের আসরেরও কোপা চ্যাম্পিয়ন। সেই দলটাই এবার কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে খালি হাতে। কোপা আমেরিকায় পথচলা থেমে যাওয়ার দায় নিজের কাঁধে নিলেন দরিভাল জুনিয়র। তবে ব্রাজিল কোচ দলটিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন।

রোববার (৭ জুলাই) লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে শেষ কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। গোলশূন্য ড্র ছিল মূল ম্যাচ। ম্যাচের শেষ ১৬ মিনিট ১০ জন নিয়েই খেলেছে উরুগুয়ে। কিন্তু তারপরও কোনো গোল আদায় করতে পারেননি। গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করেন এদের মিলিতাও  ও দগলাস লুইস।  

হারের দায় নিয়ে ম্যাচ শেষে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, আমাকে স্বীকার করতেই হবে, এই ফল প্রত্যাশিত ছিল না এবং আমি এর পুরো দায় নিচ্ছি। তবে আমি মনে করি এই দলের উন্নতি করার, বিকশিত হওয়ার ও বেড়ে ওঠার জন্য অনেক জায়গা আছে। এই ধরনের কাজের জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন।

কোয়ার্টার খেলার আগে গ্রুপ পর্বেও খুব একটা ছন্দে ছিল না ব্রাজিল। তিন ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। কাতার বিশ্বকাপের পর থেকে ক্রমশই অবনতির দিকে হাঁটছে সেলেসাওরা। কোচ বদলাতে হয়েছে তিনবার। আরেকটি বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, তখন দল নিয়ে দুশ্চিন্তাই হওয়ার কথা ভক্তদের। তবে দরিভাল দিলেন আশ্বাসের জ্বালানি।

তিনি বলেন, এখন পুনর্গঠনের প্রক্রিয়া চলছে; সাধারণত একটি দল গড়তে হলে কঠিনতার মধ্য দিয়ে যেতে হয়। এটা ছিল আমাদের প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট এবং এখানে আমাদের রেজাল্ট প্রত্যাশার চেয়ে অনেক বাজে হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য এখন বিশ্বকাপে জায়গা করে নেয়া।

দরিভাল বলেন, টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু সমস্যা ছিল আমাদের। আমার মনে হয় আমরা অনেকগুলো ভুলই শুধরে নিয়েছি। এই অল্প সময়ে প্রক্রিয়াটিকে গতিময় করার জন্য কঠিনভাবে কাজ করতে হয়েছে আমাদের। আমার মনে হয়, ভবিষ্যতে আমরা কিছু সময় পাব। এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইপর্বে তালিকার ছয়ে আছি এবং সেটা নিয়ে স্বস্তিতে নেই আমরা।

/আরআইএম

Exit mobile version