Site icon Jamuna Television

মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ফাইল ছবি

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

এর আগে, গত ২৫ জুন একই হাসপাতালে খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।

আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

/এনকে

Exit mobile version