Site icon Jamuna Television

স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করছে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমান্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে তোড়জোড় করে কাজ করছে মন্ত্রণালয়। আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়টি উপস্থাপন করা হবে। সোমবার (৭ জুলাই) সকাল ৮টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় হাসপাতালের ইমার্জেন্সি ইউনিট, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

পরে হাসপাতালটিতে জায়গা সংকটে কিছুটা ভোগান্তি রয়েছে জানিয়ে এটি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে হলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই হাসপাতালের চিকিৎসকরা সেবা দিচ্ছেন, যা প্রসংশনীয়। তবে হাসপাতালের কোনো অসংগতি খুজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

/এএস

Exit mobile version