Site icon Jamuna Television

বিকল্প চিকিৎসা প্রচারের জন্য ভারতীয় অভিনেত্রী সামান্থার তুমুল সমালোচনা

সম্প্রতি চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভুর বিরুদ্ধে। অ্যাজমা এবং অ্যালার্জি ফাউন্ডেশন অফ আমেরিকা (এএএফএ) একটি পোস্টের বরাত দিয়ে চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেন দক্ষিণী এই অভিনেত্রীকে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস পোস্টে লিখেছেন, “সামান্থা যে অন্য চিকিৎসকের কথা বলেছেন, সেই জালিয়াতের ব্যাপারে যত কম বলা যায়, ততই ভাল। জোকার্স কোনও চিকিৎসকই নন। সমাজ ও মানুষের স্বাস্থ্যের জন্য এই চিকিৎসকেরা বিপজ্জনক।’

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য হাইড্রোজেন পারক্সাইড নেবুলাইজেশন প্রয়োগের কথা বলেছিলেন সামান্থা। এই চিকিৎসা পদ্ধতি ভুল বলে দাবি করেছেন সিরিইয়াক।

/এআই

Exit mobile version