Site icon Jamuna Television

আবারও আতঙ্ক টেকনাফ সীমান্তে

ফাইল ছবি

সীমান্তে গোলাগুলির শব্দে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। সকাল থেকে একটানা বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ সদর, সাবরাং এর শাহ পরীর দ্বীপ, হোয়াইক্যং, হ্নীলাসহ বেশ কয়েকটি এলাকা।

রোববার সারাদিন ও মধ্যরাতে থেমে থেমে শব্দ শুনতে পান টেকনাফের বাসিন্দারা। ফলে বিকট শব্দে নির্ঘুম রাত কেটেছে সবার।

স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াই চলছে। গতকাল দিনভর দেখা গেছে যুদ্ধবিমানের গোলাবর্ষণ। এই পরিস্থিতিতে সকাল থেকে সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ।

/এনকে

Exit mobile version