Site icon Jamuna Television

‘মার্টিনেজ একটা পশু’

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা ২০২৪’ এর প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচের ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি পেনাল্টি মিস করলেও বাকি সকলেই জালের দেখা পান। আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলারের পেনাল্টি ঠেকিয়ে আবারও ম্যাচ জয়ের নায়ক বনে যান ইমিলিয়ানো মার্টিনেজ।

টাইব্রেকারে। প্রথম শট নেন মেসি। কিন্তু বল জালে পাঠাতে পারেননি তিনি। হতাশায় মুচড়ে যান সর্বজয়ী এই ফুটবলার। কিন্তু গোলবারে দাঁড়ানো ‘বাজপাখি’ খ্যাত ইমিলিয়ানো মার্টিনেজ ইকুয়েডরের প্রথম শটই বাঁ দিয়ে ঝাপিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন। পরের শটও মিস করে ইকুয়েডর।

অন্যদিকে আর্জেন্টিনার হয়ে পরের চার শটে যথাক্রমে হুলিয়ান আলভারেজ, ম্যাক আলিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি গোল করে দলকে সেমিতে তুলে নেন। 

খেলা শেষে এক সাক্ষাৎকারে ইমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে ম্যাক আলিস্টার বলেছেন, ‘মার্টিনেজ একটা পশু। আর কিছু বলার নেই।’

উল্লেখ্য, ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টাইন প্লেয়ারদের রেটিং দিয়েছে, যেখানে সর্বোচ্চ রেটিং পেয়েছেন দলটির গোলকিপার মার্টিনেজ। তিনি পেয়েছেন ১০ এ ১০। 

/এআই

Exit mobile version