Site icon Jamuna Television

ক্যামেরুনে শিক্ষার্থীসহ ৮২ জন অপহরণ

ক্যামেরুনের বামেন্দা শহর থেকে ৭৯ স্কুল শিক্ষার্থীসহ ৮২ জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। সোমবার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

আঞ্চলিক গর্ভনর জানান, অপহৃত শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ বছর বয়সী। একইসাথে প্রিন্সিপালসহ স্কুলের তিন কর্মকর্তাকেও তুলে নিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে অপহরণকারীরা দাবি করেন, স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক ইংরেজি ভাষাভাষী দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে। তাহলেই কেবল জিম্মিদশা থেকে ছাড়া পাবেন অপহৃতরা। ক্যামেরুনের বেশিরভাগ অধিবাসী ফরাসি ভাষায় কথা বলেন।

সম্প্রতি, দেশটির ইংরেজি ভাষাভাষী সুশীল সমাজ মেরুকরণের অভিযোগ তুলে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করলে, তা দমনে তৎপর হয় সরকার।

Exit mobile version