Site icon Jamuna Television

কোটা আন্দোলন: বুধবার সারাদেশে সর্বাত্মক ব্লকেডের হুঁশিয়ারি

চলমান কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার (৮ জুলাই) দ্বিতীয় দিনের বাংলা ব্লকেড কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা। আগামীকাল মঙ্গলবার অনলাইন ও অফলাইনে জনসংযোগ এবং পরশু পূর্ণদিবস সর্বাত্মক ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম।

সোমবার বিকেল সোয়া ৪টা থেকে টানা ৫ ঘণ্টা রাজধানীর বিভিন্ন মোড় অবরোধ করে রাখে কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণকার‍ীরা। এ সময় এসব সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে ৮টায় শাহবাগে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, অর্ধবেলা নয়, এরপর আমরা সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছি। কালকে রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। বুধবার ৬৪ জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারাদেশের প্রতিনিধি বৈঠিক এবং অনলাইনে-অফলাইনে গণসংযোগ করা হবে। মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। আর ছাত্র ধর্মঘট ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।

কোটাব্যবস্থা বাতিলে আইন পাস করে দ্রুত সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি এ সময় অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের কোনোরকম হয়রানি করলে আন্দোলন জোরালো হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

প্লাটফর্মটি থেকে দাবি তোলা হয়, সরকারি চাকরিতে সব গ্রেডে সকল প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে৷

/এমএন

Exit mobile version