Site icon Jamuna Television

অনুশীলন শুরু করেছেন তামিম

টেনিস বলে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের হার্ড হিটার তামিম ইকবাল। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর রোববার থেকে এই অনুশীলন শুরু করেন তিনি। সাবলীলভাবে ব্যাট করতে পারলেও হাতে এখনো হাল্কা ব্যথা অনুভব করছেন বলে জানান তিনি। তামিম ইকবাল আরো বলেন, ব্যাট করতে অস্বস্তি লাগছে না।

সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাঁ হাতে চোট পেয়েছিলেন তামিম। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছিলেন, তামিম কবে ফিরবেন সেটা নির্ভর করবে তার ওপর।

Exit mobile version