Site icon Jamuna Television

কোটা বাতিলের আন্দোলন বন্ধের আহ্বান ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তানের’

কোটা বাতিলের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’। মঙ্গলবার (৯ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

এ সময় তারা অভিযোগ করেন, কোটাবিরোধীদের ইন্ধন দিচ্ছে বিএনপি-জামায়াত। তারা দেশকে অস্থিতিশীল করার জন্যই রাজপথে অরাজকতা সৃষ্টি করছে। যে মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন দেশ মিলেছে; কোটা বাতিল চেয়ে সেই মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করা হচ্ছে। এ অপমান মুক্তিযোদ্ধাদের পরিবার কখনোই মেনে নেবে না। কোটা বাতিলের আন্দোলন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তারা আরও বলেন, হাইকোর্টের আদেশ না মেনে, আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোটাবিরোধীরা। মুক্তিযোদ্ধাদের সন্তানরা রায়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই কোটা বহাল রাখার পক্ষে আইনের পথেই থাকবেন তারা।

/এনকে

Exit mobile version