Site icon Jamuna Television

আদালতে যায়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ

ফাইল ছবি।

আপিল বিভাগের কোনো মামলায় পক্ষ হবার আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। যমুনা টেলিভিশনকে তা নিশ্চিত করা হয়েছে আন্দোলন সমন্বয়কদের পক্ষ থেকে।

জানানো হয়, আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। এখনও যা দাবি, তা সরকার ও নির্বাহী বিভাগের কাছে। যারা আদালতে গিয়েছে, নিজ উদ্যোগে গিয়েছে। এর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

এরআগে, বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকও কথা বলেন। কোটাবিরোধী আন্দোলনকারীরা দেরিতে হলেও আদালতে যাওয়ায় স্বাগত জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হবার আবেদন করেছেন। আগামীকাল সেটির শুনানি হবে। এটাকে তিনি সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এটা সরকারের ব্যাপার না। সর্বোচ্চ আদালতের কাছে আছে। সব পক্ষকে শুনে, সবদিক বিবেচনা করে আদালত সঠিক সিদ্ধান্তই দেবেন।

/এমএমএইচ

Exit mobile version