Site icon Jamuna Television

কাল সকাল থেকে আবারও বাংলা ব্লকেড

ফাইল ছবি।

এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাল সকাল থেকে আবারও পালন করবে বাংলা ব্লকেড কর্মসূচি। রাজধানী ছাড়াও অন্যান্য শহরেও এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। বলা হয়, কর্মসূচি শুরু হবে সকাল ১০টায়। চলবে সন্ধ্যা পর্যন্ত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি নিয়ে বিস্তারিত কথা বলেন আন্দোলনের সমন্বয়করা।

তারা বলেন, তাদের আন্দোলন কোটা বাতিলের জন্য নয়; মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধেও নয়। তাদের সন্তানরা এ সুবিধা পাবার অধিকার রাখেন। কিন্তু নাতিরা যদি এ সুবিধা পান, তা অন্যায্য। প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরাও যৌক্তিক মাত্রায় এ সুবিধার আওতায় আসতে পারেন। শতকরা হিসেবে কোটা ৫% হতে পারে বলেও মনে করে আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের দাবি প্রতি গ্রেডে কোটার সংস্কার এবং তা নির্বাহী বিভাগের সিদ্ধান্তেই হবে। আদালতের রায়ের প্রতি তারা পূর্ণ শ্রদ্ধাশীল বলেও জানান।

এক দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলনকারীরা রাজপথ ছেড়ে যাবে না বলেও জানানো হয়।

আন্দোলনে কোনো ধরনের বাধা-বিঘ্ন হচ্ছে কিনা, সাংবাদিকরা এমন প্রশ্ন করেন। আন্দোলনকারীরা জানান, এখন পর্যন্ত কোনো হুমকি নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা করছে। তবে, হলে বাধার মুখে পড়ছে তারা। শিক্ষার্থীদের আন্দোলনে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

এমন বক্তব্যের সময় আশপাশের আন্দোলনকারীরা ‘সেইম-সেইম’ বলে ওঠেন।

/এমএমএইচ

Exit mobile version