Site icon Jamuna Television

বাংলাদেশকে তিস্তার পানি দেব না: মমতা

আবারও বাংলাদেশকে তিস্তার পানি না দেয়ার কথা জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না। যতটুকু থাকে, তা দেয়া হলে রাজ্যটির মানুষই পানি পাবে না।

সোমবার (৮ জুলাই) রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’তে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মমতা। এসময় বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তি নবায়ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনাও করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, তিস্তায় কি পানি আছে, যে বাংলাদেশকে দেয়া যাবে? তাহলে তো উত্তরবঙ্গের মানুষ খাওয়ার পানিই পাবেন না। বর্ষার তিস্তার সঙ্গে যেন গ্রীষ্মের তিস্তাকে এক করে দেখা না হয়।

গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়ে মোদি সরকারের সমালোচনা করে মমতা বলেন, পশ্চিমবঙ্গকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার গঙ্গার চুক্তি নবায়ন করতে চাইছে। এটা আমরা মেনে নেব না। কারণ, গঙ্গার পানির সঙ্গেও পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত। যেমনটা তিস্তার পানির সঙ্গে। তাই এই চুক্তি করতে হবে পশ্চিমবঙ্গকে নিয়েই।

/এএম

Exit mobile version